বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ
অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন

বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান মারা গেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এ গুণী শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫ বছর।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শক্তিমান এ অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকারী রবিন মন্ডল।

তিনি গণমাধ্যমকে জানান, আজ বিকেল চারটা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। এখন তাকে গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মাসুদ আলী খানের দাফন কোথায় ও কখন হবে তা নিশ্চিত করে বলতে পারেননি রবিন মন্ডল।

masud ali khan

মাসুদ আলী খানের জন্ম ১৯২৯ সালে ৬ অক্টোবর মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে। বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা সিতারা খাতুন।

১৯৫২ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর জগন্নাথ কলেজ থেকে বিএ পাস করেন।

১৯৫৬ সালে এ দেশের প্রথম নাটকের দল ড্রামা সার্কেলের সঙ্গে যুক্ত হন মাসুদ আলী খান। সেই থেকে পাঁচ দশকেরও বেশি সময় টানা অভিনয় করেছেন তিনি।

শিল্পকলায় অবদানের জন্য ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক পান এ বরেণ্য অভিনেতা।

তার অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে ‘দুই দুয়ারি’, ‘দীপু নাম্বার টু’, ‘মাটির ময়না’। তার অভিনীত আলোচিত কয়েকটি নাটক হচ্ছে ‘কূল নাই কিনার নাই’, ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’।

সর্বশেষ - আন্তর্জাতিক