শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

আওয়ামী লীগ ইস্যুতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লাঠি মিছিল হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, ইনঅ্যাক্টিভ রয়েছে- এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। যদি পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ আসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা বলেন, যে সমস্ত পুলিশ পোস্টিং হওয়ার পরেও দায়িত্ব পালন করছেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপদেষ্টা জানান, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে সরকার চিন্তা করছে।

এদিন আরও কয়েকটি থানা পরিদর্শন করেন তিনি। এর আগেও রাজধানীসহ দেশের বেশ কয়েকটি থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সর্বশেষ - আন্তর্জাতিক