মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি, ট্রাইবুনালে তোলা হলো সেই এএসআইকে

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনায় গ্রেপ্তার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

রোববার রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ঢাকায় এনে ধানমন্ডি থানা হেফাজতে রাখা হয়েছে এএসআই চঞ্চলকে।

পুলিশ জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এএসআই চঞ্চল চন্দ্রের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে— গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন রামপুরার মেরাদিয়া এলাকায় একটি ভবনের কার্নিসে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক যুবক। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই যুবক সেখানেই ঝুলে ছিলেন। গত বছরের ১৯ জুলাই রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে।

ওই ভুক্তভোগী যুবকের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় ফুফুর বাসায় থাকতেন। কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়।

সর্বশেষ - আন্তর্জাতিক