মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শপথ নিলেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া ২ বিচারপতি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৫, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

শপথ নিলেন আপিল বিভাগে নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতি একেএম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিমকোর্টে জাজেজ লাউন্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথের পর নিজ নিজ শপথ পত্রে স্বাক্ষর করেন দুই বিচারপতি। বাংলাদেশের সংবিধান ও আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে নিরপেক্ষভাবে বিচার করার শপথ নেন তারা।

পরে প্রধান বিচারপতির সাথে ফটোসেশনে অংশ নেন শপথ নেয়া বিচারপতিরা। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি এবং সুপ্রিমকোর্ট ও হাইকোর্ট বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ওই দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত