শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সেই ছাত্রদল নেতা মিথুন রিমান্ডে, থানায় হামলায় কারাগারে ছয়

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা মোহাম্মদ হোসাইন মিথুনের (৩৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তাকে গ্রেপ্তারের ঘটনায় নিউমার্কেট থানায় হামলা চালানো তার ছয় সমর্থককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় আদালতে পাঠানো গ্রেপ্তার আসামিরা হলেন- বশির ইসলাম (২৮), মোহাম্মদ হাসান (২১), মোহাম্মদ ইমন (২৫), মাসুম মাহমুদ (৩২), মোহাম্মদ আলামিন (৩০) ও আকবর আলী।

বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকা থেকে মিথুনকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানায় আনা হয়। পরে তাকে ছাড়িয়ে নিতে তার অনুসারীরা শুক্রবার সকালে নিউমার্কেট থানায় হামলা চালায়। এ ঘটনায় পাঁচ থেকে সাত জন পুলিশ সদস্য আহত হন।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক গণমাধ্যমকে বলেন, পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিলো। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি