সোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আগুন লাগা জাহাজ থেকে দুই মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সেখান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আগুন নেভানোর পর সোমবার দুপুরে দুজনের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।

জাহাজটির মালিক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি)নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ বলেছেন, তাদের তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তেলবাহী জাহাজটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি ইউনিট দুই ঘণ্টার বেশি চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাশাপাশি অগ্নি নির্বাপনে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের  ফায়ার ফাইটিং টিমও কাজ করে।

বাংলার জ্যোতি জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ - আন্তর্জাতিক