বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আতঙ্ক কেটেছে সচিবালয়ে, অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৭, ২০২৪ ১:১১ অপরাহ্ণ

সচিবালয়ে দুর্বৃত্তকারীরা হামলা করতে পারে মঙ্গলবার এমন গুজব ছড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে সচিবালয় ত্যাগ করেন সকল কর্মকর্তা-কর্মচারী। তবে একদিন পর আজ সকাল থেকেই যথারীতি অফিস করছেন সকল কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (৭ আগস্ট) সচিবালয় বিভিন্ন দপ্তর ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গতকাল আতঙ্ক নিয়ে সকল কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয় ছাড়লেও আজ যথানিয়মে সচিবালয়ে এসেছেন। তবে কর্মকর্তাদের একাংশকে (এতদিন পদোন্নতি বঞ্চিত) বিভিন্ন স্থানে দফায় দফায় খণ্ড খণ্ড বৈঠক করতে দেখা গেছে। এছাড়া গতকালের তুলনায় বেড়েছে গাড়ির সংখ্যাও। তবে দাপ্তরিক কাজে এখনো গতি আসেনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আইন বিভাগের উপ-সচিব এরশাদ উল্লাহ খান বলেন, আজ সবাই সচিবালয়ে এসেছি। যথারীতি কাজ চলছে। আতঙ্ক কিছুটা কমেছে। তবে দাপ্তরিক কাজে এখনো তেমন গতি আসেনি।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের অফিস সহকারী রাব্বি হাসান বলেন, আমরা সকাল থেকেই অফিস করছি। কর্মকর্তারা প্রায় সকলেই এসেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক