বৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

আশুলিয়ায় আজও ২১৯ কারখানা বন্ধ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১২, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ২১৯টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ২১৯টি কারখানার মধ্যে ৮৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ দিয়েছে কর্তৃপক্ষ। বাকি ১৩৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, এদিন শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধ, কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

তবে আগে থেকেই কয়েকটি কারখানায় অভ্যন্তরীণ কিছু দাবি দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ চলছিলো এবং সেসব কারখানার শ্রমিকরা কাজে ফেরেনি বলেও জানান তিনি।

সারোয়ার আলম বলেন, আজ সকালেও বেশ কিছু কারখানার শ্রমিক কারখানায় প্রবেশের পর কর্মবিরতিসহ কারখানা থেকে বের হয়ে গেলে সব মিলিয়ে শিল্পাঞ্চলের ২১৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যৌথবাহিনীর টহল অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক