বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এক দশক পর ভারতশাসিত কাশ্মিরে বিধানসভা ভোট আজ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে রাজ্যের ৯০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৪টিতে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে কাশ্মিরে ১৬টি এবং জম্মুর আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোটে ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ সবমিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন।

দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো নির্বাচনে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জম্মু-কাশ্মিরের সমতল থেকে পাহাড়ি এলাকা।

২০১৯ সালে আর্টিক্যাল ৩০৭ অপসারণের পর এই প্রথমবার জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন রাজ্যটি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়েছিল।

এবার কাশ্মিরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টিতে আসনে ভোটগ্রহণ হচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মিরে।

সর্বশেষ - আন্তর্জাতিক