রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

এস আলম গ্রুপের সব সম্পদের তালিকা দাখিলের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এবং তাদের পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে থাকা সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থাবর সব সম্পদের তালিকা দাখিল করতে আইন সচিব ও নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

রোববার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আর বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেনো নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে।

এর আগে এস আলম গ্রুপের মালিকানায় থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে গত ১৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী মো. রুকুনুজ্জামান।

পাশাপাশি এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয় রিটে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, আইন সচিব, দুদক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রিটে বিবাদী করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক