শুক্রবার , ১৬ মে ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
মে ১৬, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শুক্রবার (১৬ মে) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতের অরুণাচলের ইউপিয়ায় ২-১ গোলে নেপালকে হারিয়েছে বাংলাদেশ।

স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের বিপক্ষে আগামী ১৮ মে ফাইনালে খেলবে বাংলাদেশ।

bd

এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে হয়েছে তিনটি গোল। ম্যাচের ৭৩ মিনিটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার শর্টে বক্সের মধ্যে লাফিয়ে হেড করেন আশিকুর রহমান। নেপালের ডিফেন্ডার ও গোলরক্ষক কোনো সুযোগ পাননি। বল জড়ায় নেপালের জালে।

প্রথম গোলের সাত মিনিটের মাথায় পর দ্বিতীয় গোল করেন অধিনায়ক নিজেই। মানিকের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে ২-০ লিড এনে দেন।

নেপাল ৮৬ মিনিটে এক গোল পরিশোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দেয়। চলতে থাকে সংঘবদ্ধ আক্রমণ। রেফারি সাত মিনিট ইনজুরি সময় দেন। কিন্তু ম্যাচে সমতা ফেরাতে ব্যর্থ হয় নেপাল।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী রোববার (১৮ মে)। বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত