শনিবার , ১৯ এপ্রিল ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পিএসএলে সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৯, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সর্বোচ্চ উইকেটের মালিক এখন হাসান আলি। টুর্নামেন্টে ১১৬ ‍উইকেট শিকারে হাসানের লেগেছে ৮৪ ইনিংস। এর মধ্য দিয়ে তিনি পেছনে ফেলেছেন এতদিন শীর্ষে থাকা ওয়াহাব রিয়াজকে। ৮৭ ইনিংসে ১১৩ উইকেট নেন রিয়াজ।

চলতি আসরে দারুণ ছন্দে আছেন হাসান। করাচি কিংসের এই পেসার সবশেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ২৭ রানের খরচায় নিয়েছেন ৩ উইকেট।

আগের ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে রিয়াজের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন হাসান। দুজনেই যৌথভাবে ছিলেন শীর্ষে। এবার রিয়াজকে ছাড়িয়ে গেলেন তিনি।

এই তালিকায় শীর্ষ পাঁচের পরের নামগুলো যথাক্রমে শাহিন শাহ আফ্রিদি (১০৮), শাদাব খান (৯৭) ও ফাহিম আশরাফ (৭৯)।

প্রসঙ্গত, তরুণ পেসারের উত্থানের সুযোগে পাকিস্তান জাতীয় দলে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন হাসান আলি। গত বছরের মে মাসে সবশেষ তিনি আন্তর্জাতিক ম্যাচ (টি-টোয়েন্টি) খেলেছেন। তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া প্রতিযোগিতায় এখনও ছন্দ হারাননি ডানহাতি এই পেসার।

সর্বশেষ - আন্তর্জাতিক