বুধবার , ৪ জুন ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

হামজার গোলে ম্যাচের শুরুতেই লিড বাংলাদেশের

প্রতিবেদক
Newsdesk
জুন ৪, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যাচের শুরুতেই দারুণ এক হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন হামজা চৌধুরী।

বুধবার (৪ জুন) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে বক্সের মধ্যে বল পাঠান অধিনায়ক জামাল ভূঁইয়া। ভেসে আসা বলে নিপুণ দক্ষতায় হেড করেন হামজা। বল ঠাঁই পায় জালে। এর মাধ্যমে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ২৭ বছর বয়সী ইংল্যান্ড প্রবাসী এই ফুটবলার।

এই ম্যাচ দিয়েই প্রথমবার দেশের মাটিতে জাতীয় দলের জার্সি গায়ে খেলছেন হামজা। এর আগে গত মার্চে ভারতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় এই লেস্টার সিটি ফুটবলারের।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ, তারিক কাজী, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, জামাল ‍ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলাম।

সর্বশেষ - আইন-আদালত