সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঘিরে ফেলা হয়েছে গাজা, চালু হলো মানবিক করিডোর

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৬, ২০২৩ ৯:০৮ পূর্বাহ্ণ

গাজা উপত্যকা ঘিরে ফেলে তিন পথে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে নিরবচ্ছিন্ন বোমা হামলার মধ্যে সীমান্তে সামরিক স্থাপনা গঠন করা হচ্ছে।

গাজার সীমানা ঘিরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। মানবিক করিডোর চালু করে উত্তর থেকে দক্ষিণ গাজায় বাসিন্দাদের সরে যেতেও বলেছে দখলদাররা।

রোববার (১৫ অক্টোবর) আল জাজিরার লাইভ আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। খবরে আরও বলা হয়েছে, গাজা ছাড়তে স্থানীয় বাসিন্দাদের ৩ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দখলদাররা।

এ ছাড়া গতকাল শনিবার (১৪ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বিস্তৃত পরিসরের’ গাজায় অভিযান চালানো হবে। তবে কবে, কখন এটি শুরু হবে সেটি নিশ্চিত করেনি দখলদারদের সেনা।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গাজায় ‘নিরাপদ করিডোর’ চালু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সেটি বাসিন্দাদের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার জন্য।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে আইডিএফ জানিয়েছে, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো হামলা চালানো হবে না। আমরা জানাতে চাই গাজার লোকদের দক্ষিণে সরে যেতে আমরা সমুদ্র তীরবর্তী অঞ্চলে করিডোর খুলেছি। গাজা শহর ও গাজার বাসিন্দাদের আমরা দক্ষিণ গাজায় চলে যেতে আহ্বান জানাচ্ছি।

ফিলিস্তিনের জন্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ উল্লেখ করে দখলদারদের সেনারা আরও বলেছে, এ সুযোগে আপনারা উত্তর থেকে দক্ষিণ গাজায় চলে যান। আমাদের জন্য আপনাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

বিস্তৃত পরিসরে আক্রমণের বিষয়ে আইডিএফ বলেছে, ইসরাইলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম পাঠানো হয়েছে। কৌশলগতভাবে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। অভিযানে বিপুলসংখ্যক রিজার্ভ সেনা অংশ নেবে।

এদিকে, ইসরায়েলে মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে যোগ দিয়েছে অপর যুদ্ধজাহাজ ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার ও এর স্ট্রাইক গ্রুপ। এ দুটি রণতরী ফিলিস্তিনের হামাস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করবে।

এর আগে গাজা অঞ্চলে ইসরায়েলের সামরিক অভিযান বৃদ্ধির প্রস্তুতির পাশাপাশি পূর্ব ভূমধ্যসাগরে দ্বিতীয় রণতরী ও এয়ার ফোর্সের ফাইটার জেট পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশে গ্রহণযোগ্য ভোট আয়োজন করা দরকার: ব্রিটিশ হাইকমিশনার

পেনশন স্কিমের নামে টাকা চুরির নতুন ফন্দি করেছে সরকার

জাতীয় নির্বাচনে বড় সহিংসতা না হওয়ায় সন্তোষ ইইউ, এনডিআই-আইআরআই’র

খালেদা জিয়াকে বিদেশে যেতে দিতে প্রধানমন্ত্রীকে জাতিসংঘের চিঠি

বোমা বিস্ফোরণে দুই পুলিশসহ তিনজন আহত

জয় দিয়ে কোপার মিশন শুরু আর্জেন্টিনার

শপথ নিলেন কুমিল্লা-ময়মনসিংহ সিটি মেয়র

টিআইবি বিএনপির শাখা হয়ে গেছে : ওবায়দুল কাদের

চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগের নির্যাতন‘ ‘আমাকে বেঁধে মুখে পানি ঢালতে থাকে, এতে নিশ্বাস বন্ধের অবস্থা হয়’

নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত নয়, তবে ফরম বিক্রি চলবে: চুন্নু