শনিবার , ১৫ মার্চ ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশি জেলেদের ফেরত দিলো আরাকান আর্মি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৫, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার  (১৫ মার্চ) বিকালে টেকনাফের শাহপরী দ্বীপের জেটি ঘাট দিয়ে বাংলাদেশি এসব জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

লে. কর্নেল আশিকুর রহমান জানান, জেলেরা মাছ ধরতে ধরতে এক সময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার ঢুকে পড়ে। এ কারণে তাদের ধরে নিয়ে যায়। এটি নিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে। মুক্তিপ্রাপ্ত জেলেদের প্রাথমিকভাবে মেডিকেল টেস্ট করানো হচ্ছে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান বলেন, মিয়ানমারের আরকান আর্মির হাতে আটক হওয়া জেলেদের ফেরত আনা হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন-আদালত