বৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রুমায় সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) একজন সামরিক কমান্ডারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রুমার দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএ’র গোপন ঘাটিতে সেনাবাহিনীর অভিযানে দু পক্ষের গুলাগুলিতে কেএনএফের সামরিক শাখা কেএনএ এর দুই সদস্য নিহত হন। এ সময় সেনাবাহিনী ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে গোপন ঘাটির আশপাশে কেএনএর আরো সক্রিয় সদস্য অবস্থান করছে, শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ চলতি বছরের ১৯ মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রোনিন পাড়া ও পাইক্ষ্যং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টে (কেএনএফ) সশস্ত্র শাখার তিন সদস্য নিহত হয়েছেন।

এদিকে সেনাবাহিনীর তত্বাবধানে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া ১২২ টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে।

সর্বশেষ - আন্তর্জাতিক