শনিবার , ৩০ নভেম্বর ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৩০, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ করা হচ্ছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট ২০টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

নির্বাচন উপলক্ষ্য সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণ ভোটার ও সাধারণ প্রার্থীদের পদচারণে মুখর।

২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে মোট ২১টি পদের বিপরীতে চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন।

dru1

এর মধ্যে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে চার জন, সাংগঠনিক সম্পাদক পদে চার জন প্রার্থী রয়েছেন।

গত শুক্রবার ডিআরইউ এর ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক