বুধবার , ১০ জুলাই ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ড. ইউনূসের বিচার নিবিড়ভাবে নজরে রাখছে যুক্তরাষ্ট্র : মিলার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১০, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবারও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে উঠে এসেছে। দেশটি বলেছে, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য বাঁধা তৈরি করে পারে। তাছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ জুলাই) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

যুক্তরাষ্ট্র ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, এ মামলাগুলোর মাধ্যমে তিনি হয়রানির শিকার হতে পারেন বলে আগেও কয়েকবার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছি আমরা। বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলতে পারে। এটা ভবিষ্যতে দেশটিতে সরাসরি বিদেশী বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত