বুধবার , ১৪ মে ২০২৫ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ

প্রতিবেদক
Newsdesk
মে ১৪, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করে হামলা করা হয়েছে। তিনি আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় এমন ঘটনা ঘটেছে।

আজ বুধবার রাত ১০টায় কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত জবি শিক্ষার্থীদের সামনে এসে তিনি কথা বলার এক পর্যায়ে এমটি ঘটে। এর আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রতিনিধি দল।

এ সময় তিনি বলেন, ‘জবি শিক্ষার্থীদের কথা এই সরকার শুনবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংকটের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবগত হয়েছেন। এর জন্য বারবার বসতে হবে।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, ‘রিলেভেন্ট মিনিস্ট্রিও অবগত। আশাকরি তাদের সমস্যা দূরীভুত হবে, বিশেষ করে বাজেটের বিষয়ে। আরও কিভাবে সমস্যা সমাধান করা যায় তা আমরা দেখব।’

চলমান আন্দোলনের বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যারের সঙ্গে তারা যৌক্তিক দাবির বিষয়ে অবগত করার জন্য বসতে চেয়েছেন। এটা করার সুযোগ তারা পাবেন। এ ছাড়া জবি ভিসি ড. ইউনূসের সঙ্গে বসবেন। এটা এক দুই দিনের বিষয় না। আমাদের বারবার বসে সমাধান খুঁজতে হবে।’

এ সময় বিফ্রিং চলাকালে উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বক্তৃতার একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে কেউ একজন বোতল ছুড়ে মারেন। তবে বোতল ছুড়ে মারা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার ওপরে আক্রমণ করেছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা মাহফুজ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে, তারা কারা তাদের নাম বলতে চাই না।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যারা আমার ওপর হামলা করেছে তারা জুলাই যোদ্ধাদের কেউ নয়, আন্দোনকারীদের মাঝে থেকে যারা হামলা করেছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।’

এদিকে উপদেষ্টা মাহফুজের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন।

সর্বশেষ - আইন-আদালত