বুধবার , ২১ মে ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এবার মৎস্য ভবনের সামনে অবস্থান নিলেন ইশরাক সমর্থকরা

প্রতিবেদক
Newsdesk
মে ২১, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ

আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গতকালের বিক্ষোভ কর্মসূচি থেকে আজ বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ঢাকাবাসীসহ ঢাকা দক্ষিণ সিটির ভোটাররা। আল্টিমেটামে সাড়া না আসায়, সকাল থেকে মৎস্য ভবন,কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে ঢাকাবাসী।

একদিকে আদালতের রায়, অন্যদিকে নির্বাচন কমিশনের গেজেট, ইশরাক হোসেনকে শপথ পড়াতে আর কোনো বাধা না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের এমন কালক্ষেপণে বিস্মিত নগরবাসী। সপ্তম দিনের মতো অবরুদ্ধ আছে নগর ভবন। সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে আছে।

আন্দোলনকারীরা বলছেন, জনগণের ভোটের রায় শেখ হাসিনা ছিনিয়ে নিয়েছিলো। আদালতের রায়ে ভোটের মর্যাদা ফিরে পেলেও ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

এদিকে, বেলা ১২টার দিকে এ সংক্রান্ত অপর একটি রিটের শুনানির আদেশের দিন ধার্য আছে। হাইকোর্টে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এই আদেশ দেওয়ার কথা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি