গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২ মে) বিকেল তিনটায় রাজধানীতে গুলিস্তানে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর শাখা এ আয়োজন করবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেবেন।
আওয়ামী লীগের বিচারের দাবিতে গত এক এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
বৃহস্পতিবার (১ মে) এক ভিডিও বার্তায় ঢাকাবসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আহবান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এদিকে সরেজমিন সকাল থেকে গুলিস্তানের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এনসিপির সমাবেশ উপলক্ষ্য স্টেজ ও সড়ক সাজানোর কাজ শুরু হয়েছে। এর আগে থেকে দক্ষিণ গেট এলাকায় তিনটি পিকআপ ও ট্রাক দেখা গেছে।
গুলিস্তান থেকে শুরু করে নয়াপল্টন এলাকামুখী মাইক স্থাপনের কাজ পুরোটাই শেষ। বায়তুল মোকাররম এর দক্ষিণ গেটের স্টেজ গুলিস্তান জিরো পয়েন্ট শহীদ আসাদ চত্বরমুখী করা হবে। একই সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান কেন্দ্রীক শহরতলী গণ পরিবহণ চলাচল সীমিত করা হবে।