বুধবার , ২৯ জানুয়ারি ২০২৫ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুলিশ সদর দফতরে আবারও চাকরিচ্যুত সদস্যদের বিক্ষোভ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৯, ২০২৫ ৫:২৯ অপরাহ্ণ

চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দফতরের সামনের সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করছেন হাসিনা সরকারের আমলে চাকরিচ্যুত সদস্যরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অবস্থান কর্মসূচি শেষে সড়ক অবরোধ করেন তারা।

আওয়ামী লীগ সরকারের সময় চাকরিচ্যুত এসব সদস্যদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরি হারিয়েছেন তারা।

অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন চাকরি ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবি করে বিক্ষুব্ধ এসব সাবেক পুলিশ সদস্যরা বলছেন, বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমরা কোনো বৈষম্যের শিকার হতে চাই না। চাকরি ফিরে পেতে আর কালক্ষেপণ নয়। নির্বাহী আদেশে চাকরি ফিরিয়ে দিতে হবে।

এক কনস্টেবল বলেন, ‘আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। আমাদের চাকরি ফিরিয়ে দেয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দেয়া হয়েছিল। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।’

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পেতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের আলোচনায় বসার জন্য বলেছি। কিন্তু তারা যেতে চাচ্ছে না। পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান করছেন।

এদিকে পুলিশ সদর দফতরের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - বাংলাদেশ