তিন দিনের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা চূড়ান্ত করতে মেট্রোরেল বন্ধের যে হুঁশিয়ারি দিয়েছিল, সেখান থেকে সরে এসেছে ডিএমটিসিএলের সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগ পাওয়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। ফলে একুশে ফেব্রুয়ারি মেট্রোরেল চলবে।
তারা বলেন, আমাদের বর্তমান এমডি এবং সাবেক এমডি আজকে মন্ত্রণালয়ে গিয়ে সিনিয়র সচিব ও উপদেষ্টা স্যারের সঙ্গে দেখা করেছেন। এরপর তারা আমাদের সঙ্গে বসেছেন। তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে।
তারা আরও বলেন, আগামী (রবিবার) থেকে ৩০ দিন গণনা করা হবে। নতুন এমডি স্যার আমাদের আশ্বস্ত করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তারা সার্ভিস রুল চূড়ান্ত করবেন। এছাড়া আগামীকাল যেহেতু আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসকে শ্রদ্ধা করে এবং নতুন এমডি স্যারের আশ্বাসে তাকে সম্মান করে আমরা ৩০ দিনের জন্য আমাদের কর্মসূচি স্থগিত করেছি। এর মধ্যে সার্ভিস রুলস চূড়ান্ত না করলে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।












The Custom Facebook Feed plugin