অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি পালনে দৃঢ়প্রতিজ্ঞ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (২৮ জুন) ‘মার্চ টু এনবিআর’ ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করবেন তারা।
শুক্রবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবিদাওয়া নিয়ে আলোচনা করতে অর্থ উপদেষ্টার সঙ্গে যেকোনো মুহূর্তে বসতে প্রস্তুত ঐক্য পরিষদ। সমস্যা নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন আন্দোলনরত কর্মকর্তারা।
এদিকে, সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সচিবালয়ে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সংস্কার বাস্তবায়নে আলোচনারও আশ্বাস দেয়া হয়েছে।
তবে পাল্টা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দাবি নাকচ করেছে সংস্কার ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি ছিলেন না বলেও জানানো হয়।
এমন প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরও একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। কর্মস্থলে না থাকা আন্দোলনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।