তিন দফা দাবিতে অনড় অবস্থানের পর নতুন আরেক দাবি যুক্ত করে সকাল ১১টা থেকে সমাবেশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারী সবাই।
শুক্রবার (১৬ মে) দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, ১৪ মে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেখা করতে আসেনি কোনো প্রতিনিধি। তাই সমাবেশের পর পূর্ব ঘোষণা অনুযায়ী তিন দফা দাবির সঙ্গে আরও এক দাবি যুক্ত করে চার দাবিতে বাদ জুমা গণ অনশন কর্মসূচি করবেন তারা।
এ উপলক্ষে ধীরে ধীরে কাকরাইল মোড়ে জড়ো হতে শুরু করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থী ও শিক্ষকরা ৭০ শতাংশ শিক্ষার্থীদের জন্য আবাসিক বৃত্তি, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে কাটছাঁট না করা ও স্থায়ী দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠা; এই তিন দফা দাবিতে গেলো ১৪ মে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমূখে লং মার্চ করায় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কাকরাইলে অবস্থান নেয়।