মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

২৬০০ ড্রোনে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থানের চিত্র

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ১৫, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ড্রোন শো’তে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে শহিদ আবু সাঈদের বাহু প্রশস্ত করে দাঁড়ানোর পাশাপাশি ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের আইকনিক দৃশ্যও।

এদিন পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’তে বিপুল মানুষের সমাগম হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নববর্ষে এবার প্রথমবারের মতো ওই ড্রোন শো প্রদর্শিত হয়।

এর আগে রোববার (১২ এপ্রিল) রাতে মানিক মিয়ার সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন শো অনুষ্ঠিত হয়। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শো’র বেশকিছু ছবি শেয়ার করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’র অনুষ্ঠান ঘিরে সোমবার কড়া নিরাপত্তায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনুষ্ঠানকে ঘিরে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকেও নিরাপত্তা জোরদার ছিল।

এ বিষয়ে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এর অংশ হিসেবে দু’দিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় র‌্যাব। পাশাপাশি ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমেও নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত