বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

৩২ নম্বরে ভাঙচুর, ইট খুলে নিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বাড়িতে ভাঙচুর চালাচ্ছে বিক্ষুব্দ ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা।

এ সময় তারা বাড়ির ভেতর ও বাহিরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর চালায়। কাউকে কাউকে বাড়ির গ্রিল ও জানালা খুলে নিতে দেখা যায়। শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ভাঙচুরের চালানো হয়। বিক্ষুব্ধরা এ সময় শেখ হাসিনার ফাঁসি চাইসহ নানা ধরনের স্লোগান দিতে থাকে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বুধবার রাত ৯টায় ভাষণ দেন বলে জানিয়েছিলেন। এরপর শেখ হাসিনার ভাষণ দিলে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি অর্থাৎ শেখ হাসিনার বাবার বাড়ি গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন অনেকেই।

এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে এ কর্মসূচিতে সমর্থন জানান।

সর্বশেষ - আন্তর্জাতিক