বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

দুই বাসের রেষারেষি, প্রাণ গেলো ছয় জনের

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১১, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহে রাস্তায় যাত্রী তোলার সময় পেছন থেকে আরেক বাসের ধাক্কায় ছয় যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই তৈরি পোশাক শ্রমিক।

বুধবার সকাল আটটার দিকে জেলার ত্রিশাল উপজেলার চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- ত্রিশালের সোহেল মিয়া (৩০), জেসমিন আক্তার (৩২), সিরাজুল ইসলাম (৩৫) ও কামরুজ্জামান লিটন (৩০)।

ত্রিশাল থানার উপ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, পোশাক শ্রমিকদের বহন করা একটি বাসের চাকা ফেটে যাওয়া মহাসড়কের ওপর দাঁড়িয়েছিল। এসময় শ্রমিকরা আরেকটি বাসকে দাঁড়ানোর সঙ্কেত দেয়। তখন ত্রিশাল থেকে ভালুকাগামী দ্রুতগামী একটি বাস ওই শ্রমিকদের সঙ্কেত পেয়ে দাঁড়িয়ে যাত্রী তোলা বাসকে পেছন থেকে জোরে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিন শ্রমিক মারা যান। আহত হন আরো অন্তত ১৫ জন।

তিনি জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান আরও দুই জন।

সর্বশেষ - আন্তর্জাতিক