বুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

নতুন আট ডিসির নিয়োগ বাতিল

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

দুই দফায় নিয়োগ পাওয়া ৫৯ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বঞ্চিত কর্মকর্তাদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিলো সরকার।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসউর রহমান।

তিনি বলেন, একটি বাছাই কমিটির মাধ্যমে ফিটলিস্ট হয়। সেই কমিটি আজ বৈঠকে বসেছিল। পর্যালোচনা করে আট জনের নিয়োগ বাতিল করা হয়েছে। ওই আট জেলায় দ্রুত ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

সিনিয়র সচিব জানান, মঙ্গলবার দুপুরে অনাকাঙ্খিত ঘটনা কেন ঘটেছে তা জানাতে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাচিপিক দায়িত্ব থাকবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনি বলেন, নিয়োগ বাতিল হওয়া আট ডিসি আগে যেখানে ছিলেন, সেখানেই পোস্টিং এ থাকবেন। চার জনকে জেলা বদলে দিয়েছি।

যারা দাবি করছে সবাইকে নিয়োগ দেওয়া সম্ভব নয় জানিয়ে সিনিয়র সচিব বলেন, তাহলে উপজেলাকে জেলা করতে হবে।

এর আগে গত সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপ-সচিব পর্যায়ের একদল কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক