বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪ | ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

পুলিশের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

ঢাকার ধামরাইয়ে পুলিশের গাড়িতে বিএনপি নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর করেছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর আটক করা হয়েছে তিনজনকে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। ওই সময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ একাত্তরকে জানান, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে ক্ষতিগ্রস্ত করা হয়। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানালেও তাদের নাম-পরিচয় জানাননি ওসি।

সর্বশেষ - আন্তর্জাতিক