শুক্রবার , ৬ জুন ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নারী নেত্রীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
জুন ৬, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মালেকা বেগমের ওপর পৈশাচিক হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।

ঘটনাটি ঘটে বুধবার (৪ জুন) সকাল ৯টার দিকে চাঁচড়া ইউনিয়ন পরিষদ চত্বরে।

নির্যাতনের শিকার মালেকা বেগম অভিযোগ করে বলেন, ভিজিএফ ত্রাণের তালিকা নিয়ে স্থানীয় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঙ্গে তাঁর মতবিরোধ হয়। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য একশজন সুবিধাভোগীর তালিকা চাইলেও সংশ্লিষ্ট কর্মকর্তা তা কমিয়ে দিতে বলেন। বিষয়টি নিয়ে তিনি পুনরায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গেলে পরিকল্পিতভাবে তাঁর ওপর পাশবিক হামলা চালানো হয়।

মালেকা বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী এবং বিএনপির কিছু নারী সমর্থক তাঁকে পরিষদ ভবনের ভেতরে টেনে নিয়ে যান। সেখানে তাঁকে রশি দিয়ে হাত-পা বেঁধে মুখ, মাথা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়। শতশত মানুষের সামনে তাঁকে উলঙ্গ করে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বিএনপি নেতা ইব্রাহিম হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চাঁচড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘আমি ঘটনার সময় ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলাম না। পরে বিষয়টি জেনে কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ‘চাঁচড়া ইউনিয়নের সাহসী ও ত্যাগী নেত্রী মালেকা বেগমের ওপর এই পৈশাচিক হামলার আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। ৮ বছর ধরে জনগণের সেবা করে আসা একজন নারী নেত্রীকে যেভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, তা কেবল একজন নারী নয়—সমগ্র মানবতা ও নারীর সম্মানকে পদদলিত করেছে। এটি সভ্য সমাজের জন্য এক গভীর লজ্জাজনক দৃষ্টান্ত। আমরা দাবি জানাই, এই নারকীয় হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় পৌঁছেছে আর্জেন্টিনা দল

জুরাইনে পুলিশের ওপর হামলার ঘটনায় সাড়ে চারশ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনার পতনে মার্কিন সম্পৃক্ততা নেই: স্টেট ডিপার্টমেন্ট

আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল

টোল প্লাজা থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন বিএনপি নেতা

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

জয়-আরাফাতের আরেকটি ‘ষড়যন্ত্রের তথ্য ফাঁস’জুডিসিয়ারি ‘ক্যু’ চেষ্টা

রাজনৈতিক কর্মসূচি নিয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

কোটা বাতিলের দাবিতে অনড় শিক্ষার্থীরা

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল