বুধবার , ৭ আগস্ট ২০২৪ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর ও অজিত দোভালের সঙ্গে অমিত শাহর বৈঠক

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ৭, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নজিরবিহীন গণআন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে বাংলাদেশেজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। বাংলাদেশ থেকে ভারতে যেন অবৈধ অভিবাসন না ঘটে, সেদিকেও নজর রাখছে ভারত।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জয়শঙ্কর বলেন, বাংলাদেশে ১৯ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের মধ্যে শিক্ষার্থী প্রায় ৯ হাজার। এরই মধ্যে ভারতীয় হাইকমিশনের পরামর্শে গত মাসে একটি বড় অংশই ভারতে ফিরে এসেছেন।

এখনও যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন, তাদের সঙ্গে কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান এস জয়শঙ্কর। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের দিকেও নজর রাখা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থা কাজ শুরু করেছে বলে আমরা জেনেছি। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বভাবিক না হওয়া পর্যন্ত ভারতের উদ্বেগ কাটবে না।’

সর্বশেষ - আন্তর্জাতিক