বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

গুম সুরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৯, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ

গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সনদে সই করেছেন।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপদেষ্টামণ্ডলীর সভা চলার সময় তিনি এই সনদে  সই করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সই করার বিষয়টিকে ‘এক ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

ড. মুহাম্মদ ইউনুস সই করার সময় উপদেষ্টামণ্ডলী সদস্যরা হাততালি দিয়ে সমর্থন জানান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গুমের হাত থেকে রেহাই পেতে ২০০৬ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে এই সনদটি গৃহীত হয়। ৩২টি দেশ এটি অনুস্বাক্ষর করে। ২০১০ সালে শুরু হয় বাস্তবায়ন। এখন পর্যন্ত বিশ্বের ৭৫টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।

সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য– গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া।

বাংলাদেশে গুম নিয়ে গত কয়েক বছর আলোচনা হচ্ছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর ‘আয়নাঘর’ নামে পরিচিত গুমঘর থেকে বেশ কয়েকজন মুক্তি পেয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত