রবিবার , ২৫ মে ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই: প্রেস সচিব

প্রতিবেদক
Newsdesk
মে ২৫, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে এই সরকারের।

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে সরকার বিদেশি কোনো চাপে নেই। যথা সময়েই বিচার, সংস্কার ও নির্বাচন হবে।

রোববার (২৪ মে) রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম- সিএমজেএফ টকে এসব কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেয়া হয়নি। যে কারণে নয়-ছয় পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিলো।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে তিনি আরও বলেন, চিটাগং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার।

শফিকুল আলম বলেন, বিগত সময়ে গোষ্ঠী সার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিলো।

শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত রিফর্ম করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত