সংস্কারের ইস্যুতে পজেটিভ বিএনপি। তারা আন্তরিক। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, তবে ডিসেম্বর থেকে জুনে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে যে কোন সময় সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নির্বাচনসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বুধবার দুপুর ১২টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দুপুর ২টার দিকে বিএনপির প্রতিনিধি দল যমুনা থেকে বের হয়ে আসে।
এরপর ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন, কেনো বিলম্ব সেটি বিএনপিকে ব্যাখ্যা করা হয়েছে। হাসিনার বিচার, সংস্কারের জন্য বিলম্ব। কোন অবস্থাতেই জুনের বাইরে যাবে না। যতটা সম্ভব সংস্কার করে যেতে চায় অন্তর্বর্তী সরকার।
তিনি বলেন, রোডম্যাপের সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ২ মাস আগে রোডম্যাপ ঘোষণা হবে। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া চলছে। জনবল বৃদ্ধি করতে হবে।
আসিফ নজরুল বলেন, বিএনপি রোডম্যাপের জন্য আন্দোরনের ঘোষণা দিলে পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেয়া হবে।