বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বাইডেনের পর ইসরাইল সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরাইল সফরের পর সেখানে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দুইদিনের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরাইল ছাড়া আরও কয়েকটি দেশে যাবার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে আলাদা বৈঠকের কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। খবর রয়টার্স’র।

তেলআবিবের উদ্দেশে ঋষি সুনাক লন্ডন ছাড়ার আগে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরাইলে গাজা উপত্যকার শাসকগোষ্ঠী হামাসের হামলায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করবেন তিনি। এছাড়া অবরুদ্ধ গাজার আল-আহলি হাসপাতালে হামলার ঘটনায়ও নিন্দা জানাবেন তিনি। এর পাশাপাশি তিনি সংঘাত পরিহারে সব পক্ষকে অনুরোধ করবেন বলেও জানানো হয়েছে।

ডাউনিং স্ট্রিট আরও জানিয়েছে, গাজায় জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে ইসরাইলকে অনুরোধ করবেন ঋষি সুনাক। এছাড়া আটকা পড়া ব্রিটিশ নাগরিকরা যাতে ফিলিস্তিন থেকে নিরাপদে বের হতে পারে, সে বিষয়েও আলোচনা করবেন তিনি।

বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিলবাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল
এদিকে, ইসরাইল সফরের আগে এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, প্রতিটি বেসামরিক নাগরিকের মৃত্যু একটি ট্র্যাজেডি। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে অনেকের প্রাণহানি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত