শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপি বিষধর সাপ, বললেন তথ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি দিনের বেলা পদযাত্রা এবং রাতের বেলা বিদেশিদের পদলেহন করছে। বিএনপি বিষধর সাপ, তারা আবার আগুন সন্ত্রাস সৃষ্টি করেছে।

আজ শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর টার্মিনালে মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। কারণ বিএনপি হলো বিষধর সাপ। এখন তারা পদযাত্রার নামে দম নিচ্ছে। সুযোগ পেলেই আবার ছোবল মারবে। আগুন সন্ত্রাস শুরু করবে। তারা সুযোগ পেলে মানুষের ওপর হামলা করবে। সেটির নমুনা আমরা সিরাজগঞ্জে দেখছি। সেজন্যই প্রধানমন্ত্রীর নির্দেশে শান্তি সমাবেশ।’

তিনি আরো বলেন, ‘বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ কেন শান্তি সমাবেশ করছে। আমরা বলি আপনারা দেশের অশান্তি সৃষ্টির পায়তারা করছেন। আগুন সন্ত্রাসীদের মাঠে নামিয়েছেন। সে কারণে আমাদের শান্তি সমাবেশ।’

‘বিএনপি এতদিন মিছিল মিটিং করেছে, এখন দিয়েছে পদযাত্রা’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির দম ফুরিয়ে গেছে জন্যই পদযাত্রা করছে। দুষ্টু লোকেরা বলে, দিনের বেলা বিএনপি পদযাত্রা করে রাতের বেলা এম্বাসিতে গিয়ে কূটনীতিকদের পদলেহন করে। অর্থাৎ দিনের বেলা পদগমন, রাতের বেলা পদলেহন। এই দুই নীতিতে বিএনপি এখন পরিচালিত হচ্ছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশিদের পদলেহন করেও বিএনপির কোনো লাভ হয়নি। বিদেশিরা বুঝতে পেরেছে, এই বিএনপির দম ফুরিয়ে গেছে। এরা হারা শুরু করেছে। সুতরাং এদেরকে দিয়ে কোনো সম্ভাবনা নাই। তাই বিদেশিরাও বিএনপিকে টাটা জানিয়ে দিয়েছে। কয়দিন আগে অনেক বিদেশি আমাদের দেশে এসেছিলেন। বিএনপি তাদের সাথে দেখা করতে চেয়েছিল। এপয়নমেন্ট পাওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছে। কিন্তু এপয়নমেন্ট পায় নাই। বিদেশিরাও বুঝতে পেরেছে বিএনপিকে দিয়ে কোনোকিছু হবে না।’

‘বিশ্ব ইজতেমা থেকে আসার সময় রংপুরের একজন ট্রাকচালককে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে বিএনপি’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা রাজনীতির নামে মানুষ হত্যা করেছে। শত শত স্কুল ঘর আগুন জ্বালিয়ে দিয়েছে। ছোট শিশুদের জন্য রক্ষিত বই পুরে গেছে। সেই পোড়া বই বুকে ধরে ছোট্ট শিশুরা কান্না করেছে। সেই আগুন সন্ত্রাসীরা আবার মাঠে নেমেছে। আমরা সেই কারণেই শান্তি সমাবেশ করছি সারাদেশে। কারণ বিএনপি হচ্ছে বিষধর সাপ, যে কোনো সময় ছোবল মারবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি পথযাত্রার নামে দম নিচ্ছে, সুযোগ পেলে আবার আগুন সন্ত্রাস করবে, গাড়ি-ঘোড়া পুড়বে, সুযোগ পেলে আবার মানুষের ওপর হামলা করবে। বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকতে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ।’

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী,কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সাফুরা বেগম, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছায়াদাত হোসেন বকুল, মহানগর সাবেক সভাপতি সাফিউর রহমান শফি, মহানগর যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, মহানগর সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল পরিমাণ নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

সর্বশেষ - আন্তর্জাতিক