বৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৫, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ

শুরু হলো বিশ্বকাপ ক্রিকেটের মহারণ। উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার দুপুরে মাঠে নেমেছে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ড।

বিশ্ব ক্রিকেটের সর্ববৃহৎ ভেন্যু গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হয়েছে আসরের প্রথম ম্যাচ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

১০ দেশ অংশ নিয়েছে এবারের আসরে। ৪৬ দিনে, ১০টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ।

এবারও প্রথমে লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল যাবে সেমিফাইনালে।

এরপর ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে দেড় মাস ধরে চলা এই মেগা টুর্নামেন্ট।

ভারতীয় উপমহাদেশে এ নিয়ে চতুর্থ বারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান, ১৯৯৬ সালে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা ও ২০১১ সালে সর্বশেষ ভারত-শ্রীলঙ্কা-বাংলাদেশ যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করে।

তবে এবারই প্রথম ভারত এককভাবে এই টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব লাভ করেছে।

এদিকে ইনজুরির কারণে উদ্বোধনী ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন, পেসার টিম সাউদি ও স্পিনার ইশ সোধি। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে অলরাউন্ডার বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান।

সর্বশেষ - আন্তর্জাতিক