এবার ‘হালোং’ নামে ভয়ঙ্কর এক টাইফুনের কবলে পড়েছে দ্বীপ দেশ জাপান। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারি বর্ষণ। সেই সঙ্গে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।
দেশটির একাধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে বিশেষ সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার আহ্বান জানিয়েছে।
জাপান টাইমস জানিয়েছে, বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে। তীরে ফিরতে বলা হয়েছে মাছ ধরা নৌকা ও জাহাজগুলোকে।
টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটির সরকার। দুর্যোগ মোকাবিলায় সব সংস্থাকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে।












The Custom Facebook Feed plugin