রবিবার , ২৭ অক্টোবর ২০২৪ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৭, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ। তাহুরার হ্যাটট্রিকে ৭-১ ব্যবধানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মত ফাইনালে উঠেছে সাবিনারা।

রোববার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে ডমিনেট করে খেলতে থাকেন সাবিনারা। খেলার সপ্তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ঋতুপর্ণা। ১৫ মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন তহুরা।  ২৫ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ।

ম্যাচের ৩৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তহুরা। ৩৭ মিনিটে আবারও সাবিনার আঘাত। ৪২ মিনিটে এক গোল শোধ করে ভুটানের মেয়েরা। ডেকি লাজনের নেওয়া শট পা বাড়িয়েও ঠেকাতে ব্যর্থ হয়েছেন রুপনা। ৫-১ গোলে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত