রবিবার , ৯ মার্চ ২০২৫ | ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

এক কুকুর কামড়ালো চার গ্রামের বাসিন্দাদের

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে কুকুরের কামড়ে আহত হয়েছেন শিশুসহ ১৫ জন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চার গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- হাসিবুল ইসলাম (১৮), ফর্সা (৬০), সোহান (১৭), সোরতন নেছা (৭৫), রমজান আলী (১৬), শরিফ মিয়া (২৩), ফরিদা বেগমসহ (৪৫) অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকশাবাইদ, ইজারাপাড়া, দহেরপাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক-ওদিক দৌড়াতে থাকে। কুকুরটি যাদেরকে সামনে পেয়েছে তাদেরকে কামড়েছে। একপর্যায়ে চার গ্রামের শিশুসহ অন্তত ১৫ জনকে কামড়ে আহত করে কুকুরটি। একইসাথে চারটি মহিষকে কামড়িয়েছে এটি।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর রাতেই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে এলাকাবাসী।

ভুক্তভোগী হাসিবুল ইসলাম বলেন, আমি বাড়ি থেকে বাজারে যাচ্ছিলাম। রাস্তায় পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড়ে দেয়।

ফর্সা মিয়া বলেন, ইফতারের সময় হঠাৎ একটি কুকুর এলাকায় আসে। এরপর যাকে যেখানে পেয়েছে তাকেই কামড়েছে। আমাদের পাশের গ্রামের তিন জনকে কামড়েছে। চারটি মহিষকেও আহত করেছে।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, কুকুরের কামড়ে আগে একদিনে এতো রোগী হাসপাতালে আসেনি। আহত সবাইকে হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ভ্যাক্সিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত