মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

মুম্বাই পানির নিচে, ‘রেড অ্যালার্ট’ জারি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৯, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিঘ্নিত হচ্ছে ফ্লাইট ও ট্রেন পরিষেবা, সাথে সড়কে তীব্র যানজট। মঙ্গলবার মুম্বাই ও এর আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মুম্বাইয়ে অধিকাংশ এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা ২০১৯ সালের পর নগরীটিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত।

mumbai3

আগামী ১২ জুলাই পর্যন্ত মুম্বই ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গড় এবং রত্নাগিরি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পালঘর এবং থানে জেলায়।

বৃষ্টিতে প্লাবিত হওয়ার কারণে মুম্বই, নভি মুম্বই, থানে, রায়গড়, আলিবাগ এবং পানভেলের সব স্কুলকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম।

mumbai1

মুম্বই সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ ডুবে গেছে। থমকে গেছে শহরের লোকাল ট্রেন পরিষেবা। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প চালিয়েও লাইন থেকে পানি অপসারণ করা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। মুম্বাইয়ে ঢোকার মুখে আটকে আছে দূরপাল্লার বহু ট্রেন। কিছু ট্রেন নতুন করে শিডিউল করা হচ্ছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা যায়, নগরীর অধিকাংশ সড়কে হাঁটু পানি, কোথাও কোথাও তা কোমর পর্যন্ত ঠেকেছে। এর মধ্যেই মানুষ জরুরি কাজে বাইরে বের হচ্ছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন শহরের খেটে খাওয়া মানুষ।

এদিকে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও ব্যাঘাত দেখা দিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সকাল ১১টা পর্যন্ত ৫০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে।

জরুরি প্রয়োজন ছাড়া মুম্বাইবাসীকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে মুম্বই নগর কর্তৃপক্ষ। পাশাপাশি সমুদ্রসৈকতে বা নিচু এলাকায় না যেতে পরামর্শ দেয়া হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক