শুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৪, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়ার ছয় ঘণ্টা পর বাংলাদেশি কৃষক আল আমিন রাজুকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে নিরাপদে ফিরিয়ে আনে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি)।

কৃষক আল আমিন রাজু উপজেলার ধর্ম্মপুর ইউপির দ্বীপনগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আল আমিন শুক্রবার সকাল ৯টার দিকে বিরল এনায়েতপুর সীমান্তের দ্বীপনগর গ্রামে শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে নিজ জমিতে কাজ করছিলেন। এসময় বিএসএফ এসে তাকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানালে, বিকেল সাড়ে ৩টায় ৩২৩ নম্বর মেইন পিলারের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে রাজুকে ফেরত আনা হয়।

এ পতাকা বৈঠকে বিজিবি’র নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম, আর বিএসএফ’র নেতৃত্ব দেন ৯০ বিএসএফ কমান্ডিং অফিসার বিপিন কুমার।

লেফটেন্যান্ট কর্নেল আহসান-উল ইসলাম জানান, সীমান্ত পারাপারের কাজে সহায়তাকারী হতে পারে মূলত এমন ভুল বোঝাবুঝি থেকে আল আমিন রাজুকে ধরে নিয়ে যায় বিএসএফ। আল আমিন রাজু একজন সাধারণ খেটে খাওয়া লোক এটা বিএসএফ’কে নিশ্চিত করা হয়েছে। তখন বিএসএফ আল আমিন রাজুকে ফেরত দেয়।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত