মঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩ | ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজধানীতে সমাবেশের অনুমতি পাচ্ছে না জামায়াত

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৪, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে, দলটিকে এ সমাবেশ করার অনুমতি দেবে না পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেছেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি করা হচ্ছে। জামায়াতে ইসলামী স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল। দলটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত। এর শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর করা হয়েছে। এসব কারণে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি দেওয়ার সুযোগ নেই।

সোমবার (২৩ অক্টোবর) জামায়াতে ইসলামীর নেতারা ২৮ অক্টোবর শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামাতের আমিরসহ গ্রেপ্তারকৃত দলীয় নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চায় দলটি।

সর্বশেষ - আন্তর্জাতিক