মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রাজবাড়ী থেকে ফরিদপুর অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩, ২০২৩ ২:০৪ অপরাহ্ণ

বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে রাজবাড়ী থেকে ফরিদপুর অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বক্তব্য দেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে সাড়ে ১২টার দিকে যাত্রা শুরু হয়।

ফরিদপুর-ভাঙ্গা-গোপালগঞ্জ-মাদারীপুর হয়ে শরীয়তপুরে গিয়ে রোডমার্চ শেষ হবে।

রোডমার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি উপস্থিত আছেন- দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির ফরিদপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক প্রমুখ।

সর্বশেষ - আন্তর্জাতিক