শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের তৃতীয় চালান

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৩, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ‘ফ্রেশ ফুয়েল’ বা ইউরেনিয়ামের তৃতীয় চালান দেশে এসেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকালে রূপপুরে পৌঁছায় নিউক্লিয়ার ফুয়েল।

গত ২৮ সেপ্টেম্বর রাশিয়া থেকে প্রথমবারের মতো দেশে এসে পৌঁছে নিউক্লিয়ার ফুয়েল বা পারমাণবিক জ্বালানি।

এরপর ৫ অক্টোবর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পারমাণবিক জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরই মধ্যে দ্বিতীয় চালান আসে। আর বিশেষ বিমানে রাশিয়া থেকে ইউরেনিয়ামের তৃতীয় চালান ঢাকায় পৌঁছায় বৃহস্পতিবার। বাংলাদেশ আণবিক শক্তি সংস্থার পক্ষ থেকে সেটা গ্রহণ করা হয়।

এরপর বিশেষ নিরাপত্তা প্রটোকলের মধ্য দিয়ে পারমাণবিক জ্বালানি ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় পাবনার রূপপুরে।

রাশিয়ার সহযোগিতায় ১২ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক ও সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র। ২৪০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্র দুটি ইউনিট নিয়ে গঠিত।

ভিভিইআর-১২০০ প্রযুক্তির এই পারমাণবিক কেন্দ্রের ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের ৯০ শতাংশ কাজই শেষ হয়েছে। আগামী বছর এখান থেকে জাতীয় গ্রিডে যোগ হবে বিদ্যুৎ।

প্রথম ইউনিটের জন্য ৭টি ব্যাচে ১৬৮টি আসেম্বলড ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম চলতি বছরের মধ্যেই বাংলাদেশে এসে পৌঁছনোর কথা।

সর্বশেষ - আন্তর্জাতিক