বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাংবাদিকদের বেধড়ক মারলেন কোটাবিরোধীরা

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১১, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ

এবার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন তিন সাংবাদিক।

আহত তিন সাংবাদিকই সময় টেলিভিশনের। এরা হলেন- জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম এবং দুই ভিডিও সাংবাদিক সুমন সরকার ও সামসুল হক প্রিন্স।

journalist_quota

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও শাহবাগ অবরোধ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হওয়ার পর মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা।

পুলিশের বাধা ভেঙে অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

ffdf

শাহবাগে পুলিশের বাধা ডিঙিয়ে এগোতে থাকেন তারা। এসব পুলিশের আর্মার্ড পারসোনেল ক্যারিয়ায়ের (এপিসি) ওপর ওঠে পড়েন অনেকে। সেখানে দাঁড়িয়ে স্লোগান দেন।

আন্দোলনকারীদের অবরোধ মিছিলের কর্মসূচি কাভার করতে শাহবাগে উপস্থিত হন সময় টিভির প্রতিবেদক তামিমসহ দুই ভিডিও সাংবাদিক।

এ সময় তামিমের ওপর চড়াও হন কোটাবিরোধীরা। তাকে বেধড়ক মারপিট করেন তারা। রেহাই পাননি ভিডিও সাংবাদিকরাও। আহত হন তিনজনই। পরে পুলিশ ও সহকর্মীরা গিয়ে তাদেরকে উদ্ধার করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক