বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাকিবের নিরাপত্তার বিষয়টি বিসিবির হাতে নেই : ফারুক

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ১১:৫৫ অপরাহ্ণ

সবাইকে অবাক করে সাকিব আল হাসান টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। গত বিশ্বকাপেই তার শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে। ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে টেস্টকে বিদায় জানানোর কথা বলেছেন। তবে সেটি সম্ভব হবে যদি তিনি সরকার ও বিসিবি থেকে দেশে ফেরার নিরাপত্তা পান।

সাকিবের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে। তাই সাকিব দেশে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই।

কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।

আদাবর থানায় করা গার্মেন্টসকর্মীর প্রাণহানির মামলায় সাকিব আসামি। অভিযোগ প্রমাণিত না হলেও তার নাম থাকা সাপেক্ষে দেশে আসলে গ্রেপ্তার হতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলতে তিনি যদি দেশে ফেরেন, তাহলে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের কাছে ফিরে যেতে পারবেন কি না তা নিয়ে আছে সংশয়।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়ে দিয়েছেন নিরাপত্তা ইস্যুতে সাকিবকে তারা কোনো সাহায্য করতে পারবেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে তিনি বলেছেন, ‘গতকাল (বুধবার) দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নাই।

সাকিবের অবসরে যাওয়ার সিদ্ধান্তের খবর জানতেন ফারুক আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তির চেয়ে বড় একজন, একটা-দুইটা ফরম্যাট থেকে বিদায় নিতে যাচ্ছে। আমাদের পরিচালকরা সবাই জানেন। আমিও তাদের ইনফর্ম করার চেষ্টা করেছি। আমার সঙ্গে গতকাল-পরশু (বুধ ও মঙ্গলবার) দুই দফা আলোচনা হয়েছে। আমার নতুন করে কিছু বলার নেই। ওর সাক্ষাৎকারটা আমি দেখেছি। আমার সঙ্গে যে কথা হয়েছে সেটাই তুলে ধরেছে। নতুন করে যোগ করার কিছু নেই।

পরে সাকিবের নিরাপত্তা নিয়ে আরেক প্রশ্নে ফারুক বলেছেন, ‘আমি কোনো এজেন্সি না, পুলিশ বা র‌্যাব না। কিংবা বিসিবিও এখানে কেউ না। এটা সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। নিরাপত্তাটা দুই রকম। একটা হচ্ছে, ‘ক্লিয়ারিং ফ্রম’ (দেশ ছাড়ার)। এটা হয়তো আপনাদের বলেছে। আরেকটা হলো দর্শকদের থেকে নিরাপত্তা। এটা আসলে তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে পার্ট হতে পারবো না আসলে। এই মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না আসলে। সেই অ্যাবিলিটিও নেই।’

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত