সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
জানা গেছে, আজ একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে এনবিআর এর সাবেক এই চেয়ারম্যানকে। তবে নির্দিষ্ট করে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে- তা এখনও জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য নজিবুর রহমানের ১০ দিনের রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানা গেছে।
নজিবুর রহমান ২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান। এরপর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয় তাকে।
নজিবুর ১৯৮২ সালে বিসিএস ব্যাচের প্রসাশন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে।