বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার সকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৯ সাল থেকে দুই দফায় শিল্পমন্ত্রী হওয়া নুরুল মজিদ হুমায়ুন ৬৯ এর অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে অংশ নেন। যুবলীগ প্রতিষ্ঠার সময় থেকেই তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন।

নরসিংদী-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

র‍্যাব বলছে, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে নূরুল মজিদকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা।

এরপর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা এবং আওয়ামী লীগের জোট শরিক দলের প্রায় তিন ডজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক